‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বির্নিমাণে- মান’ এই প্রতিপাদ্যে নোয়াখালীতে বিশ্ব মান দিবস পালন করা হয়েছে।
রাষ্ট্রীয় মান সংস্থা হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) নোয়াখালী’র উদ্যোগে ৫৫তম বিশ্ব মান দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (১৪ই অক্টোবর) সকালে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বিএসটিআই নোয়াখালী আঞ্চলিক শাখার উপপরিচালক ও অফিস প্রধান শেখ মাসুম বিল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ ইসমাইল ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম।
সভায় বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নোয়াখালী’র অফিস প্রধান জনাব শেখ মাসুম বিল্লাহ বলেন, বিএসটিআই’র কার্যক্রমের একটি বড় অংশ খাদ্য পণ্যের গুনগত মান পরীক্ষা করা ও মান সনদ প্রদান করা। যা টেকসই উন্নয়ন অভিষ্ট- ২; খাদ্য নিরাপত্তা ও উন্নত পুস্টিমান অর্জনে সহায়ক। তাছাড়া বিদ্যুৎ স্বাশ্রয়ী বৈদ্যুতিক পণ্যের ক্ষেত্রে স্টার লেভেলিং চালুর মাধ্যমে টেকসই উন্নয়ন অভিষ্ট-৭ অর্থাৎ সকলের জন্য বিদ্যুৎ সাশ্রয়ী পণ্যের উৎপাদন ও বাজারজাতকরণে ভূমিকা রাখছে। এছাড়া রপ্তানী প্রক্রিয়া বেগবান করতে পণ্যের মান ‘আন্তর্জাতিক মান’ এর সাথে সামঞ্জ্যপূর্ণ রাখতে হবে।
পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোহাম্মদ ইব্রাহীম বলেন, আইন শৃংখলা ও জনসাধারণের স্বার্থ রক্ষায় পুলিশ সর্বদাই প্রশাসন ও বিএসটিআইয়ের পাশে থাকে। ভেজাল পণ্যের বিস্তার রোধে বিএসটিআইয়ের সাথে পুলিশ সমন্বিভাবে কার্যক্রম পরিচালনা করবে।
আলোচনা সভায় নোয়াখালী জেলা প্রশাসক তিনি তাঁর বক্তব্যে নকল ও ভেজাল পণ্য উৎপাদন ও বিপণন রোধে বিএসটিআইকে আরও নজরদারি বাড়াতে তাগিদ দেন এবং ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম আরো বেগবান করার ব্যাপারে মতামত ব্যক্ত করেন।
এসময় সহকারী পরিচালক (সিএম) জিসান আহমেদ তালুকদার এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক কাউসার মিয়া, দৈনিক চিত্র ও দ্য ডেইলি ক্যাম্পাসের নোয়াখালী প্রতিনিধি মাহমুদ ফয়সাল, চেম্বার অফ কমার্সের সহ-সভাপতি মাহমুদুর রশীদ, সিভিল সার্জনের প্রতিনিধি (ডিআরএস) ডা: ফয়সাল মো: তোহিদুজ্জামান সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও জেলার ব্যবসায়ীবৃন্দ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস