সার্ভিল্যান্স অভিযান (সঠিক ওজন ও পরিমাপ যাঁচাই এবং পণ্যের মান নিশ্চিতকরণ)
আজ সোমবার, ২৩/০৯/২০২৪ খ্রিস্টাব্দ তারিখে নোয়াখালী জেলার বেগমগঞ্জ ও সেনবাগ উপজেলার বিভিন্ন এলাকায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে
১. আমানিয়া বেকারি এন্ড সুইটস, বেগমগঞ্জ সদর, নোয়াখালী
২. বিসমিল্লাহ মুড়ির মিল, সুয়ারপুল, চৌমুহনি রোড নোয়াখালী
৩. বিসমিল্লাহ সরিষা ওয়েল মিল, সুয়ারপুল, চৌমুহনি রোড, নোয়াখালী
৪. হ্যালো বেকারি অন সুইট, সমীর মুন্সিরহাট সেনবাগ, নোয়াখালী
৫. ক্লাসিক পোল্ট্রি ফিডস এন্ড ফিস ফিড লিমিটেড, চৌমুহনী রোড, বেগমগঞ্জ, নোয়াখালী
৬. ফাইভ স্টার সুইট এন্ড বেকার্স, চুনি ভূঁইয়ার পোল, ফেনী রোড, নোয়াখালী
৭. হক সুইট এন্ড বেকার্স , ফেনী রোড, নোয়াখালী
৮. রাজমহল রেস্টুরেন্ট এন্ড সুইটস, চৌমুহনী, বেগমগঞ্জ, নোয়াখালী
৯. হক ব্রিক্স এন্ড ম্যানুফ্যাকচার, বেগমগঞ্জ নোয়াখালী
১০. কাজী অয়েল মিল, চৌমুহনী রোড, নোয়াখালী
১১. লুলু ফুড, চৌমুহনী বাজার, নোয়াখালী
প্রতিষ্ঠানকে তাদের উৎপাদিত বেকারি, মিষ্টি ও খাদ্য পণ্যের অনুকূলে বিএসটিআই সিএম সনদ ও পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ করার ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা ও পরামর্শ প্রদান করা হয়। প্রতিষ্ঠানসমূহের ব্যবহৃত ওজন যন্ত্র সমূহ পরীক্ষা করা হয়, ভেরিফিকেশন সনদ গ্রহণের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। ফিশ ফিড ও পোল্ট্রি ফিড উৎপাদনকারী প্রতিষ্ঠানকে উৎপাদিত পণ্যের অনুকূলে সিএম সনদ ও মোড়কজাত জাত সনদ গ্রহণের ব্যাপারে বিশেষভাবে প্রশিক্ষণ ও নির্দেশনা প্রদান করা হয়।
উক্ত অভিযান বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নোয়াখালী এর কর্মকর্তা জনাব জিশান আহমেদ তালুকদার, সহকারী পরিচালক (সিএম), জনাব সুমন সাহা, সহকারী পরিচালক (মেট), প্রকৌশলী মোঃ জিল্লুর রহমান, পরিদর্শক (মেট) এবং জনাব নুরে আলম মোঃ ফিরোজ,
ফিল্ড অফিসার (সিএম) এর সমন্বয়ে পরিচালিত হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস