Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
১০ মার্চ, ২০২৫ খ্রিঃ তারিখে সদর, নোয়াখালীতে মোবাইল কোর্টে জরিমানা ১০,০০০/-
Details

মোবাইল কোর্ট কার্যক্রম

স্থান: সদর, নোয়াখালী। 

জরিমানা: টা: ১০,০০০/- (দশ হাজার)।

মামলা সংখ্যা: ০২ (দুই)।


অদ্য সোমবার, ১০.০৩.২০২৫ খ্রিঃ তারিখে মাহে রমজান উপলক্ষে বাজার তদারকি কার্যক্রমের অংশ হিসেবে জেলা প্রশাসন, নোয়াখালী এবং বিএসটিআই, আঞ্চলিক কার্যালয়, নোয়াখালীর সমন্বয়ে ১টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে 

১) মেসার্স ইকো ফ্যাশন, সুপার মার্কেট, সদর, নোয়াখালী নামক কসমেটিকস বিক্রেতা প্রতিষ্ঠানকে বিএসটিআই এর অনুমোদনহীন এবং আমদানি ছাড়পত্র বিহীন কসমেটিকস পণ্য বিক্রয়/প্রদর্শন করায় সতর্কতামূলক ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ মোতাবেক ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।  

একই অপরাধে

২) মেসার্স নতুন কুঁড়ি, সুপার মার্কেট, সদর, নোয়াখালী নামক প্রতিষ্ঠানকে নগদ ৫০০০/- অর্থদণ্ড প্রদান করা হয়। 

এছাড়াও স্বয়ং পরিসেবা সমৃদ্ধ ফুড কোর্ট মেসার্স ফুড ফিয়েস্তা, সুপার মার্কেট, নোয়াখালী নামীয় প্রতিষ্ঠানটি খাবার প্রস্তুতির ক্ষেত্রে বিএসটিআইয়ের অনুমোদনহীন সফট ড্রিংকস পাউডার, প্যাকেজড ড্রিংকিং ওয়াটার, সসেস প্রভৃতি পণ্য ব্যবহার থেকে বিরত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হয়। 

নোট: বিএসটিআই'র বিরাজমান দু'টি আইনেই প্রসিকিউশন সাবমিট করা হলে বিজ্ঞ হাকিম বর্তমান আর্থ সামাজিক নিরাপত্তা বিবেচনায় তুলনামূলক সর্বনিম্ন জরিমানা আরোপ সম্বলিত আইনের ধারাটি ( ওজন ও পরিমাপ মানদণ্ড আইন,২০১৮) বেছে নেন। এছাড়াও বিএসটিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইট মোতাবেক জারীকৃত নিষিদ্ধ হোয়াইটেনিং স্কীন ক্রীম (উচ্চ মাত্রার ক্ষতিকর উপাদান থাকায়) জাতীয় পণ্য কোনো অবস্থাতেই যেনো বিক্রয়/প্রদর্শন না করা হয় সে বিষয়ে মার্কেট কর্তৃপক্ষকে অবগত করা হয়। 

 

উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিয়া ইসলাম জুইন,

সহকারী কমিশনার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জনাব জিশান আহমেদ তালুকদার, সহকারী পরিচালক (সিএম)। প্রসিকিউটর হিসেবে জনাব প্রকৌঃ মোঃ জিল্লুর রহমান, পরিদর্শক (মেট) এবং জনাব নুরে আলম মোঃ ফিরোজ, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন।

Attachments
Publish Date
10/03/2025
Archieve Date
31/10/2025