Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
১৩ মার্চ, ২০২৫ খ্রিঃ তারিখে দাগনভূঞা, ফেনীতে মোবাইল কোর্টে জরিমানা ১৩,০০০/-
Details

মোবাইল কোর্ট কার্য'ক্রম

স্থান: দাগনভুইয়া, ফেনী। ‌

জরিমানা: ১৩,০০০/-  টাকা

মামলা সংখ্যা: ০২


অদ্য  ১৩.০৩.২০২৫ খ্রিঃ তারিখ উপজেলা প্রশাসন, দাগনভূইয়া এবং বিএসটিআই, আঞ্চলিক কার্যালয়, নোয়াখালীর সমন্বয়ে  পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে

১) মিমি রাইস মিল , দুধমুখা বাজার, দাগনভূইয়া, ফেনী নামীয় প্রতিষ্ঠানটির সিএম লাইস্যান্স সংক্রান্ত মিথ্যা তথ্য প্রদান করায়  বিএসটিআই আইন ২০১৮ মোতাবেক ১০,০০০ টাকা অর্থদন্ড প্রদান হয় ও মালামাল জব্দ করা হয়।

২। জাহিদ স্টোর, এতিমখানা বাজার,  দাগনভূইয়া,  ফেনী নামীয় প্রতিষ্ঠানটিকে মোড়কজাতকরণ সনদ ব্যতীত অবৈধ পণ্য বিক্রয় করায় পণ্য ও মোড়কজাতকরণ আইন ২০১৮ অনুসরে ৩০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয় ও মালামাল ধংস করা হয়। 

উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট স ম আজহারুল ইসলাম,  উপজেলা নির্বাহী অফিসার,  দাগনভূইয়া। 

প্রসিকিউটর হিসেবে জনাব  প্রকৌঃ মোঃ জিল্লুর রহমান, পরিদর্শক (মেট) এবং জনাব নুরে আলম মোঃ ফিরোজ, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন।

Attachments
Publish Date
13/03/2025
Archieve Date
31/10/2025